নারায়ণপুর ডিগ্রি কলেজে ফারাজ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান
আরিফুল ইসলাম শান্ত
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি ও বই প্রদান করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা কামরম্নল এহসান শান্তির প্রয়াত একমাত্র ছেলে ফারাজ এহসানের ২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফারাজ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গরিব ও মেধাবীদের মাঝে এই মেধা বৃত্তি ও বই প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ রম্নহুল আমিনের সভাপ্রধানে ও সহকারী অধ্যাপক মোঃ মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফারাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরম্নল এহসান শানত্দি। বক্তব্য রাখেন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ওয়ালিউলস্নাহ হাজী, প্রভাষক মোঃ সাইফুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজমল হোসেন প্রমুখ। বক্তারা এ সময় কলেজের প্রতিষ্ঠাতা কামরম্নল এহসান শানত্দির কাছে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি ও কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরে কলেজের প্রতিষ্ঠাতা পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের স্বার্থে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে অধিবেশন থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন বলে জানানো হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম ফারাজ এহসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ আব্দুল হক। সবশেষে কলেজ মাঠে ফারাজ এহসানের স্মরণে বৃক্ষরোপণ করা হয়।

No comments:
Post a Comment