Wednesday, September 5, 2012






মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নয়া সভাপতি শফিক প্রধান

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নয়া সভাপতি শফিক প্রধান
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম প্রধানিয়াকে ও জহিরুল ইসলাম হাজরাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এবিএম বশিরউল্লার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবদুল জলিল মাস্টারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মতিক্রমে শফিকুল ইসলাম প্রধানিয়াকে সভাপতি ও জহিরুল ইসলামকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিজি, কাউন্সিলর জি. এম. খলিলুর রহমান, হেমায়েত হোসেন সাগর প্রমুখ। উলেস্নখ্য, গত ৩০ আগস্ট এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।

ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সম্মেলন


ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সম্মেলন
গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় শহীদ লিয়াকত উল্যাহ সরকার বাজারে ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করার লৰ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মামুন। পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন সরকার, বিএনপির প্রবীণ নেতা আঃ মালেক মাস্টার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির আহম্মেদ, মাইনুদ্দিন সরকার, সেলিম সরকার, মোঃ বাবুল সরকার, ইউসুফ সরকার, উপজেলা যুবদলের সদস্য আল-আমিন মজুমদার, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের খান, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মারম্নফ সরকার, সাধারণ সম্পাদক কাজী জহির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ ছাত্তার, ছাত্রদলের সুমন সরকার, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার প্রমুখ। সভা শেষে সকলের সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক সিরাজুল ইসলাম মামুন ঘোষণা করেন। সভাপতি পদে মোঃ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক পদে মোঃ খোরশেদ আলম প্রধান নির্বাচিত হন। সবশেষে জননেতা নুরম্নল হুদার পৰ থেকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মতলব উত্তরের মজিব হত্যা মামলা

মতলব উত্তরের মজিব হত্যা মামলাআসামীদের হুমকিতে এতিম চার শিশু সনত্দান নিয়ে মরিয়মের রাত কাটছে শঙ্কায় ও হতাশায়
মাহবুব আলম লাভলু 
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী গ্রামের মজিবুর রহমান ঢালী হত্যা মামলার কোনো অগ্রগতি হয়নি। এখনও কোনো আসামী গ্রেফতার হয়নি। আসামীদের হুমকিতে এতিম চার শিশু সনত্দান নিয়ে মরিয়মের রাত কাটছে শঙ্কায় ও হতাশায়। সোমবার বিকেলে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা সরজমিনে গেলে নিহত মজিব ঢালীর স্ত্রী মরিয়ম বেগম স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, চার শিশু নিয়ে নির্ঘুম রাত কাটে, চোখে ঘুম আসে না সনত্দানদের ভবিষ্যতের কথা ভেবে। আসামী পক্ষ বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। একটি মহল আসামীদের সহযোগিতা করছে। মামলার বাদী নিহত মজিবের ছোট ভাই তৈয়ব আলী জানান, ভাই মারা যাবার পর থানায় মামলা করা হয়। এখনো কোনো আসামী ধরা পড়েনি। আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। একটি প্রভাবশালী মহল মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করছে। সাংবাদিকদের কথা শুনে এলাকাবাসী ছুটে আসে। তারাও মজিব হত্যাকারীদের বিচার দাবি করে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেহান উদ্দিন ঢালী, সমাজসেবক মজিবুর রহমান ভঁূইয়া, জয়নাল আবেদীন দর্জি, মোস্তফা দেওয়ান, খলিল ঢালী, জলিল দেওয়ান, ফয়েজ দর্জি, রফিক খলিফাসহ গ্রামের নারী-পুরুষ। মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে মজিবুর রহমান ঢালী নিজ বাড়ির বসতঘরের উপরে গাছের ডালা পরিষ্কার করার সময় পাশের বাড়ির ইদ্রিস মিজি ইট দিয়ে তার মাথায় আঘাত করে। ইটের আঘাতে মজিব গুরুতর আহত হন। তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসক ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে রেফার করেন। ঢাকার মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা মজিবুর রহমানকে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়। নিহতের আত্মীয়স্বজনরা জানান, ইটের আঘাতে মজিবের মাথায় গুরুতর জখম হয়। তারপর তার ক্যান্সার ধরা পড়ে। ২৯ আগস্ট সকালে মজিব তার শ্বশুরালয় নারায়ণগঞ্জে মারা যান। জুন মাসে সংঘর্ষের পর মতলব উত্তর থানায় অভিযোগ করা হয়েছিলো। কয়েকবার স্থানীয়ভাবে সালিস করেও কোনো সুরাহা হয়নি। নিহত মজিবের ছোট ভাই তৈয়ব আলী বাদী হয়ে ২৯ আগস্ট বুধবার রাতে মতলব উত্তর থানায় ইদ্রিস আলী মিজিকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার মজিবের ময়না তদন্ত শেষে পূর্ব নাউরী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত মজিবুর রহমান ঢালীর ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বড় ছেলে মাহবুব ঢালী ও বড় মেয়ে নাজমিন ৬ষ্ঠ শ্রেণীতে, ছোট মেয়ে মারুফা ১ম শ্রেণীতে এবং ছোট ছেলে ফাহাদ কোলের শিশু। তারা এখন অসহায়। জীবনের পথ চলায় এখন তাদের সামনে শুধু অন্ধকার। তাদের চাওয়া বাবার বিচার ও পথ চলার সহযোগিতা।



আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বহিরাগত খেলোয়াড়ের অভিযোগে মতলব উত্তরে প্রধান শিক্ষক থেকে ৫ হাজার টাকার মুচলেকা


আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বহিরাগত খেলোয়াড়ের অভিযোগে মতলব উত্তরে প্রধান শিক্ষক থেকে ৫ হাজার টাকার মুচলেকা
মতলব উত্তর উপজেলায় দু'প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার টাকা মুচলেকা নিয়ে ১ঘণ্টা পরে খেলা শুরু হয়েছে। আন্তঃস্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সোমবার উপজেলা মাঠে বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হবার কথা ছিলো। কিন্তু ফাইনালে অংশ নেয়া ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় ও ওটারচর উচ্চ বিদ্যালয় একে অপরের প্রতি বহিরাগত খেলোয়াড় নিয়ে খেলায় অংশ নেয়ার অভিযোগ তোলে। প্রচণ্ড রোদ ও বাক-বিতণ্ডায় ঘণ্টাখানেক গড়ানোর পর দু'স্কুলের প্রধান শিক্ষকদ্বয়ের কাছ থেকে নেয়া হয় মুচলেকা। যেখানে উল্লেখ করা হয়_ প্রমাণিত হলে অবৈধ খেলোয়াড় প্রতি ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আর জরিমানার টাকা গুণতে হবে প্রধান শিক্ষকদ্বয়কেই। লিখিত এমন মুচলেকায় দু'প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে তাদের স্বাক্ষরের পরেই শুরু হলো খেলা। অবশ্য অনেক তর্ক-বিতর্ক, খেলা সাময়িক বন্ধ থাকা ও পুলিশি হস্তক্ষেপের ঘটনার মধ্য দিয়েই শেষ হয় খেলা। ফুটবল ফাইনালে ১-০ গোলে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ওঠারচর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।


নারায়ণপুর ডিগ্রি কলেজে ফারাজ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান


নারায়ণপুর ডিগ্রি কলেজে ফারাজ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান
আরিফুল ইসলাম শান্ত 
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি ও বই প্রদান করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা কামরম্নল এহসান শান্তির প্রয়াত একমাত্র ছেলে ফারাজ এহসানের ২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফারাজ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গরিব ও মেধাবীদের মাঝে এই মেধা বৃত্তি ও বই প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ রম্নহুল আমিনের সভাপ্রধানে ও সহকারী অধ্যাপক মোঃ মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফারাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরম্নল এহসান শানত্দি। বক্তব্য রাখেন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ওয়ালিউলস্নাহ হাজী, প্রভাষক মোঃ সাইফুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজমল হোসেন প্রমুখ। বক্তারা এ সময় কলেজের প্রতিষ্ঠাতা কামরম্নল এহসান শানত্দির কাছে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি ও কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরে কলেজের প্রতিষ্ঠাতা পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের স্বার্থে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে অধিবেশন থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন বলে জানানো হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম ফারাজ এহসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ আব্দুল হক। সবশেষে কলেজ মাঠে ফারাজ এহসানের স্মরণে বৃক্ষরোপণ করা হয়।




first step