সোয়াজিল্যান্ডের কয়েক হাজার তরুণী তাদের রাজার সামনে নগ্নবক্ষে নেচে কুমারিত্ব ও ঐক্য উদযাপন করেছেন।
আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি সোয়াজিল্যান্ডের রাজধানী লোবাম্বা থেকে ২০ কিলোমিটার দূরের লুডজিডজিনি গ্রামে গত রবি ও সোমবার উমলাঙ্গা রিড ড্যান্স নামের এই নাচ হয়।
এ সময় রাজা মাসওয়াতি (৩) ও রানী মাতাকে সম্মান জানিয়ে গানও পরিবেশন করেন তরুণীরা। এসব তরুণীদের মধ্যে সবচেয়ে কম বয়সী পাঁচ বছরের বালিকাও ছিলেন।
নারীত্ব লাভ ও সতীত্ব উদযাপনের লক্ষ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণীরা এতে অংশ নেন। রাজা ও নিজেদের মধ্যে ঐক্যের প্রদর্শনও তাদের এই উৎসবের উদ্দেশ্য।
ওই নাচে অংশ নেওয়া ১৮ বছরের জিবিনে ডলামিনি বলেন, “আমি একজন কুমারী ও একজন সোয়াজি হতে পেরে গর্বিত। রাজা ও নিজেদের মধ্যে সংহতি দেখাতে আমরা এখানে এসেছি।”
অতীতে এই উৎসবের মধ্য দিয়ে নিজের জীবনসঙ্গী বেছে নিতেন রাজা। এখনো অনেক তরুণী রাজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
“আমাকে বেছে নেওয়া হলে আমি এখন যেভাবে আছি তার চেয়ে অনেক ভালোভাবে থাকতে পারবো, আমার অনেক টাকা থাকবে, রানীর জীবন যাপন করতে পারবো এবং বিদেশ ভ্রমণ করতে পারবো,” বলেন ১৪ বছর বয়সী ফাকাজিলে ডলামিনি। এই অনুষ্ঠানে অংশ নিতে ৬০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে আসেন তিনি।
রাজা মাসওয়াতি (৩) যুক্তরাজ্য থেকে উচ্চ শিক্ষাপ্রাপ্ত। তার ডজন খানেকের বেশি স্ত্রী এবং ২০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে। নতুন রানীদের একটি বিএমডব্লিউ গাড়ী ও প্রাসাদ দেওয়া হয় সেখানে।
|
|
No comments:
Post a Comment