Wednesday, September 5, 2012

আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বহিরাগত খেলোয়াড়ের অভিযোগে মতলব উত্তরে প্রধান শিক্ষক থেকে ৫ হাজার টাকার মুচলেকা


আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বহিরাগত খেলোয়াড়ের অভিযোগে মতলব উত্তরে প্রধান শিক্ষক থেকে ৫ হাজার টাকার মুচলেকা
মতলব উত্তর উপজেলায় দু'প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার টাকা মুচলেকা নিয়ে ১ঘণ্টা পরে খেলা শুরু হয়েছে। আন্তঃস্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সোমবার উপজেলা মাঠে বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হবার কথা ছিলো। কিন্তু ফাইনালে অংশ নেয়া ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় ও ওটারচর উচ্চ বিদ্যালয় একে অপরের প্রতি বহিরাগত খেলোয়াড় নিয়ে খেলায় অংশ নেয়ার অভিযোগ তোলে। প্রচণ্ড রোদ ও বাক-বিতণ্ডায় ঘণ্টাখানেক গড়ানোর পর দু'স্কুলের প্রধান শিক্ষকদ্বয়ের কাছ থেকে নেয়া হয় মুচলেকা। যেখানে উল্লেখ করা হয়_ প্রমাণিত হলে অবৈধ খেলোয়াড় প্রতি ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আর জরিমানার টাকা গুণতে হবে প্রধান শিক্ষকদ্বয়কেই। লিখিত এমন মুচলেকায় দু'প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে তাদের স্বাক্ষরের পরেই শুরু হলো খেলা। অবশ্য অনেক তর্ক-বিতর্ক, খেলা সাময়িক বন্ধ থাকা ও পুলিশি হস্তক্ষেপের ঘটনার মধ্য দিয়েই শেষ হয় খেলা। ফুটবল ফাইনালে ১-০ গোলে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ওঠারচর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

No comments:

Post a Comment