Friday, September 7, 2012

কচ্ছপ নৃত্য


কচ্ছপ নৃত্য
সাতটি সামুদ্রিক কচ্ছপ সারিবদ্ধ হয়ে পরস্পর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হতে পারে কোনো পার্টি নাচের প্রস্তুতি নিচ্ছে তারা। অবকাশ সময়ে সমুদ্রের ধারে বারবিকিউ পার্টির মহড়া দিচ্ছে, এমনটা ভাবাও দোষের কিছু নয়। কিন্তু বাস্তবতা তা নয়। কানাডার ওনটারিও প্রদেশের ওপিনিকন সমুদ্র তীর থেকে সারিবদ্ধ কচ্ছপের ছবিগুলো তুলেছেন টনি বেক। জানা যায়, সমুদ্রচারী এই প্রাণীগুলো রোদ পোহাতে একত্রিত হয়েছে। পানিতে থাকতে থাকতে শীতল রক্তবিশিষ্ট প্রাণীগুলো শারীরিক উষ্ণতার জন্য উঁচু এক স্থানে বিশ্রাম নিচ্ছে। তা ছাড়া কচ্ছপের হাড় ও ত্বকের জন্য ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই সূর্য থেকে ভিটামিন ডি গ্রহণ করতে একত্রিত হয়েছে তারা। চিত্রগ্রাহক টনি বেক বলেন, আমি বিভিন্ন প্রজাতির কচ্ছপ দেখতে প্রায়ই সমুদ্রে আসি। ভরদুপুরে তারা রোদ পোহাতে তটে এসে আশ্রয় নেয়। তবে এক দলে এতগুলো কচ্ছপের দৃশ্য আর কখনও দেখিনি। ডেইলি মেইল।

No comments:

Post a Comment