৯ দিনের সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
![]() |
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের স্থানীয় সোমবার রাত ১১টা ২০ মিনিটে জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন ও সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ঢাকায় আসার পথে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান। গত ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দেন এবং এ সফরকালে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে যোগ দেন।
No comments:
Post a Comment