হজে গিয়ে ফরাজিকান্দি পীরের ইন্তেকাল
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মনজুর আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিল্লাহি ... রাজিউন)।
হজ পালন করতে গিয়ে ১ অক্টোবর তিনি মদিনায় ইন্তেকাল করেন।
তিনি আমীরে আলা নেদায়ে ইসলাম ইমামুত ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) এর জ্যৈষ্ঠ পুত্র।
ওসিয়ত অনুযায়ী মসজিদে নববীতে জানাজা শেষে জান্নাতুল বাকিতে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আগামী শুক্রবার বাদ জুমা ফরাজিকান্দি দরবার শরীফে মরহুমের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে তার গ্রণগ্রাহী ও ভক্তদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
No comments:
Post a Comment