Sunday, September 9, 2012

আগাম নির্বাচনের আভাস এরশাদের


আগাম নির্বাচনের আভাস এরশাদের

 
undefined





কাগজ ডেস্ক : আগাম নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এক রূদ্ধদ্বার বৈঠকে এরশাদ দলের শীর্ষ নেতাদের এ কথা বলেন।

রোববার রাজধানীর ইমানুয়েল সেন্টারে জাতীয় পার্টির তিন তারকা চিহ্নিত ১০৫ নেতার সাথে এ রূদ্ধদ্বার বৈঠক করেন এরশাদ।

ওই প্রার্থীদের মাঠে গিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়ে এরশাদ বলেন, তোমরা আগামী নির্বাচনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী। মাঠে গিয়ে কাজ শুরু করে দাও। সময়ের আগেই নির্বাচন হতে পারে।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় পার্টির সিনিয়র নেতারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে এরশাদ বলেন, আমার সময়ের উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। তোমরা মাঠে গিয়ে কাজ শুরু করো। যখনই আমাকে ডাকবে মাঠে গিয়ে পাবলিক মিটিংয়ে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আসব।

আগামী নির্বাচন এককভাবে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোন সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি চাইবে না আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাক।

জাতীয় পার্টির তিন তারকা বিশিষ্ট এসব প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

এতে অন্যদের মধ্যে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।

বৈঠকের বিষয়বস্তু গোপন রাখতে মিডিয়া ও আমন্ত্রিত নয় এমন দলীয় নেতাদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈঠকের অনাহুতদের প্রবেশ ঠেকাতে বিশেষ পাস দেওয়া হয়।

জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার জন্য ৩শ’ আসনে সম্ভাবনাময় প্রার্থীর তালিকা তৈরি করেছে। এসব আসন ও প্রার্থীদের তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।

প্রথম শ্রেণীতে রয়েছে তিন তারকা বিশিষ্ট প্রার্থীরা। এ তালিকার প্রার্থীরা আগামী নির্বাচনের সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে। এ তালিকায় রয়েছে ১০৫ টি সংসদীয় আসন।

এদের মধ্যে কমপক্ষে ৮০ জন প্রার্থী নিশ্চিত বিজয়ী হবে বলে জাতীয় পার্টির কাছে তথ্য রয়েছে বলেও দাবি করেন জাপার ওই প্রেসিডিয়াম সদস্য।

এই বৈঠকে সারা দেশ থেকে প্রথমে ১০৫ জনকে ডাকা হয়। আর ওই তালিকা নাম ওঠাতে দেন দরবার শুরু করেন আগ্রহীরা। এরমধ্যে ১০ থেকে ১৫ জন সফলও হয়েছেন বলেও জানা গেছে।

এরপরও অনেকটা বিরক্ত হয়েই বাড়তি প্রার্থীদের বৈঠকে থাকার অনুমতি দেয়া হয়। এ কারণে ১০৫ জনের চুড়ান্ত তালিকা পৌঁছে ১২০ জনে।

এই বৈঠকের পরে পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণীর দুই তারকা খচিত প্রার্থী ও তারপর এক তারকা বিশিষ্ট প্রার্থীদের ঢাকায় ডাকা হবে।

দুই তারকার মানদণ্ড ধরা হয়েছে- এসব প্রার্থী মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সর্বশেষ রয়েছে, এক তারকা বিশিষ্ট আসনের তালিকা। এ তালিকার আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে মাঠ পর্যায়ে সংগঠনের অবস্থা ভালো রয়েছে এমন আসন রয়েছে এ তালিকায়।

No comments:

Post a Comment